মানুষের হাতের তৈরি কোন শিল্পকর্মকেই সাধারণত অর্থে হস্তশিল্প বলা হয়। কেউ নিজে বা পরিবারের সদস্যদের নিয়ে খুবই সাধারণ কিছু উপকরন বা কাঁচামাল দিয়ে খুব সহযেই তৈরি যায় এসকল পণ্য। আদি ও মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ শিল্প ছিল হস্তশিল্প। এ অঞ্চলের হাজার বছরের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিষে আছে কারুশিল্পীদের বিশেষ বিশেষ কায়দায় তৈরি বিভন্য ধরনের হস্তশিল্প। যার মধ্যে- ধাতব পদার্থের কাজ, জুয়েলারি, রুপার তৈরি অলঙ্কার, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ, মাটি তৈরি নানারকম হস্তশিল্প, তাত, হাতে তৈরি কাপরের নকশি, নকশিকাথা ইত্যাদি উল্লেখ যোগ্য। তবে এর অনেক কিছুই এখনও টিকে আছে আবার অনেক কিছু হারিয়ে গেছে কালে বিবর্তেনে।
বত্যমানে বিলসামার্ট (bilsamart.com) কতৃপক্ষ চেষ্টা করছে কিছু কিছু হস্তশিল্প পন্য পূনউদ্ধার করতে। যারই ধারাবাহিকতায় বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবসে তাদের যাত্রা শুরুকরে ও হাতে তৈরি ওয়ালমেট/চিত্রকর্ম বিক্রয় শুরুকরে ।